আজকের দিন তারিখ ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// আজও ভিড়ে ঠাসা দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট

আজও ভিড়ে ঠাসা দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১০, ২০২০ , ৩:১৫ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক : করোনাভাইরাসের ভয়কে উপেক্ষা করে আজও দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট যাত্রীদের ভিড়ে ঠাসা। যেন ঈদ উৎসব শুরু হয়েছে। এসব যাত্রীদের মধ্যে করোনা সংক্রমের কোনো ভয় নেই। গাদাগাদি ভাবে ফেরিতে করে তারা কর্মস্থলে ছুটছেন। এতে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা থাকলেও বেশ কিছুদিন ধরে একই চিত্র দেখা যাচ্ছে এই দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে। এছাড়াও উভয় ফেরিঘাটে আজও মানুষ এবং ব্যক্তিগত যানবাহনের প্রচন্ড চাপ। ফেরিতে ওঠার আগে ব্যাক্তিগত যানবাহনগুলো এক প্রকার যানজটের মধ্যেও পড়ছে। একদিকে যেমন যাত্রীরা বাড়ির উদ্দেশে ফিরছেন, অন্যদিকে ঢাকাসহ বিভিন্ন জেলায় কর্মমুখী মানুষও যাচ্ছেন। গণপরিবহণ বন্ধ থাকলেও এসব যাত্রীরা কাভার্ডভ্যান, মাহেন্দ্র, ইজিবাইক, মোটরসাইকেল, ভ্যান ও রিকশাযোগে বেশি ভাড়া দিয়ে তারা আসছেন এবং যাচ্ছেনও। এসময় যাত্রীদের মাঝে কোনো ধরনের সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করতে দেখা যায়নি। এতে করে সাধারণ মানুষের মাঝে করোনা আক্রান্তের ঝুঁকি রয়েছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহু রনি বাংলাদেশ জার্নালকে বলেন, ‘দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমান ছেট-বড় ৬টি ফেরি চলাচল করছে। বিকেলের দিকে পণ্যবাহী ট্রাক, ব্যাক্তিগত গাড়ির সংখ্যা বেড়ে গেলে ফেরির সংখ্যা বাড়িয়ে পারাপার করা হয়। বর্তমানে কোনো প্রকার গণপরিবহণ না থাকায় শুধু ব্যাক্তিগত ও বিশেষ যানবাহন পারাপার করা হচ্ছে। তবে ফেরি চলার কারণে ঘাটে আসা যাত্রীরা অবাধে ফেরি দিয়ে নদী পার হচ্ছে। তিনি আরো বলেন, ‘ফেরি চলাচল করলে যাত্রী পারাপার হবেই। কারণ যাত্রী পারাপার নিয়ন্ত্রণ করেন পুলিশ প্রশাসন ও ঘাট ইজারাদার।