আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস আজ জিতলেই বাংলাদেশ টানা ১৮ জয়ের রেকর্ড গড়বে

আজ জিতলেই বাংলাদেশ টানা ১৮ জয়ের রেকর্ড গড়বে


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৮, ২০২১ , ১১:৩০ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। ১৫৫ রানের পবর্তসমান জয়ে টানা জয়ের রেকর্ডকে আরও উঁচুতে নিয়ে যায় তামিম বাহিনী। রবিবার (১৮ জুলাই) হারারেতে দ্বিতীয় ওয়ানডে জয় পেলে শুধু সিরিজই নিশ্চিত হবে না টাইগারদের, কোনো দেশের বিপক্ষে নিজেদের টানা জয়ের রেকর্ডও সমৃদ্ধ হবে। জিম্বাবুয়ের বিপক্ষে ইতোমধ্যেই পর পর ১৭টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। সেই জয়ের ধারা অব্যাহত রেখে আজ সিরিজ জিতলে দেশটির বিরুদ্ধে টানা ১৮ জয়ের রেকর্ড গড়বেন তামিমরা।
প্রথম ওয়াডেতে টাইগারদের জয়ের দুই নায়ক লিটন দাস ও বিশ্বসেরা সাকিব আল হাসান। আকাশসম চাপ সামলে ১০২ রানের জাদুকরী ইনিংস খেলেন লিটন। ঘূর্ণি জাদুতে সাকিব তুলে নেন ৫ উইকেট। সাকিব প্রসঙ্গে তামিম বলেন, ক্রিকেটে বিস্ফোরক সাকিবকেই দেখতে চাই। ব্যাটিং ও বোলিংয়ে তিনি তিন ফরম্যাটেই জ্বলে উঠবেন আশা রাখি। তাকে ঘিরেই টি২০ বিশ্বকাপে বাংলাদেশ পরিকল্পনা করবে।