আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় আজ রাতেই ভালো কিছু সংবাদ দিতে পারবেন সিএমপি কমিশনার

আজ রাতেই ভালো কিছু সংবাদ দিতে পারবেন সিএমপি কমিশনার


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ৪:৪৬ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


i-839চট্টগ্রাম: এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর হত্যারহস্য উদঘাটনের কাজ জব্দ হওয়া মোটরসাইকেলের সূত্র ধরে করছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইকবাল বাহার। আজ রাতেই ভালো কিছু সংবাদ দিতে পারবেন বলে তিনি জানিয়েছেন।

সোমবার দুপুরে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) সদর দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, সন্দেহভাজন ৪ জনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য এনেছি। তাদের এখনও গ্রেফতার দেখায়নি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। মোটরসাইকেল এবং সিসিটিভি ফুটেজ ধরে তদন্ত এগিয়ে চলছে, সিসিটিভি ফুটেজ থেকে হত্যাকারীদের ছবি বের করা হয়েছে, মোটরসাইকেলের মালিকানার সূত্র ধরে আমরা কিছু পেয়ে যাবো, ফুটেজ থেকে পাওয়া ছবি অনুসন্ধান করে দেখছি কারা এরা, পরিচয় উদঘাটনের চেষ্টা করবো। তদন্তে তথ্যে কিছু অগ্রগতি হয়েছে আজ রাতের মধ্যে এই নিয়ে কিছু উৎঘাটন করা যাবে, আশাকরি ভালো কিছু সংবাদ হয়তো দিতে পারবো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিবিরের একটি অংশ পর্যায়ক্রমে জেএমবিতে যোগদান করেছে, যারা এখন জেএমবি করছে তারা পূর্বে শিবির থেকে এসেছে। তাই শিবিরের বিষয়টিও আমরা মাথায় রেখে কাজ করছি। যে এলাকায় এটি উদ্ধার হয়েছে ওই এলাকায় বিস্তারিত খোজ খবর নিচ্ছি, সুনির্দিষ্ট ভাবে বলার এখনও কিছু হয়নি, সকল কিছু এখন সন্দেহের তালিকায় আছে, কাউকে ওইভাবে দোষারোপ করা যায় না।

উল্লেখ্য সদ্য পুলিশ সদর দপ্তরে বদলী হওয়া চট্টগ্রামের আলোচিত পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারে স্ত্রী মাহমুদা খানম মিতুকে রবিবার সকাল সাড়ে ছয়টায় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় নগরীর পাঁচলাইশ থানার ওআর নিজাম রোড় (জিইসি মোড়) এলাকায় হেটে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী তিন দুর্বৃত্তের ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করেন।

সোমবার ভোর রাতে পাঁচলাইশ থানাধীন বাদুরতলা’র বড় গ্যারেজ এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি পরিত্যক্তবস্থায় পুলিশ উদ্ধার করেছে।