আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন আট মাসের কঠোর পরিশ্রম, দীঘির ওজন এখন ৫২ কেজি

আট মাসের কঠোর পরিশ্রম, দীঘির ওজন এখন ৫২ কেজি


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: মে ১৪, ২০২৩ , ১১:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিকে ওজন নিয়ে কম কথা শুনতে হয়নি। প্রকাশ্যে কথা শুনতে হয়েছে তাকে। সেই ইস্যু থামলেও দীঘির নিজের সঙ্গে যুদ্ধ থামেনি। ওজন ইস্যুতে অবশেষে সফল এই নায়িকা। দীঘি জানালেন, গেল আট মাসে ৬১ কেজি থেকে ৫২ কেজি ওজনে নিজেকে নিয়ে এসেছেন। ওজন কমানো প্রসঙ্গে দীঘির ভাষ্য, এই আট মাস আমাকে অনেক কিছু শিখিয়েছে। উত্থান-পতন, ঘুমহীন রাত, হৃদয়ভাঙা, বিশ্বাসঘাতকতা, কটূক্তি, বডি শেমিংসহ আরো অনেককিছু। আর এখন সেই আমি একই ব্যক্তি, যে নিজেকে আরো শক্তিশালী প্রমাণ করার পরেও সবার ভালোবাসা পাচ্ছি। প্রার্থনা ফারদিন দীঘি ছোটবেলায় বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে দেশজুড়ে সাড়া ফেলেছিলেন। সেই সাড়া এতোটাই ছিল যে নিজের প্রথম ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে ২০০৬ সালে দীঘি জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দীর্ঘ ১৫ বছর পর সেই দীঘির নামের আগে ‘নায়িকা’ তকমা লেগেছে ২০২২ সালের মার্চে। মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ শিরোনামে আরো একটি সিনেমা মুক্তি পেয়েছে দীঘির।