আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব আদালতে হাজির হয়েই জামিন লাভ ইমরান খানের

আদালতে হাজির হয়েই জামিন লাভ ইমরান খানের


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২১, ২০২৩ , ৫:২২ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : নির্বাচন কমিশন কর্তৃক অযোগ্য ঘোষণার পর বিক্ষোভকারীদের দাঙ্গা এবং ইসলামাবাদ পুলিশের সাথে সংঘর্ষ সম্পর্কিত একটি মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। লাহোর হাইকোর্ট (এলএইচসি) সোমবার পিটিআই প্রধান ইমরান খানকে জামিন দেন। মার্চের ৩ তারিখ পর্যন্ত এটি বহাল থাকবে।
পাক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইমরান খানকে গ্রেফতারের করার প্রস্তুতি নিয়েছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ)। তবে তার আগেই সন্ধ্যার দিকে তাকে জামিন দেন লাহোর হাইকোর্ট। গত বছরের এপ্রিলে আস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর তার সমর্থকরা নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করেন। যাকে ‘সহিংস বিক্ষোভ আখ্যা’ দিয়ে ইমরানের বিরুদ্ধে ইসলামাবাদে মামলা দায়ের করা হয়। সোমবার তাকে ওই মামলায় হাজিরা দিতে দুপুর ২টায় লাহোর হাইকোর্টে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনি যান সন্ধ্যার পর। ইমরান খানের আইনজীবীরা আদালতকে জানান নিরাপত্তা শঙ্কা এবং জামান পার্কে অসংখ্য নেতাকর্মী হাজির হওয়ায় তিনি আসতে পারছেন না। এরপর লাহোর হাইকোর্টের বিচারক তারিক সেলিম জানান, ইমরানের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হবে। তবে আইনজীবীরা এটি না করতে অনুরোধ করেন। তবে পরবর্তীতে রাত ৮টার দিকে ইমরান খান আদালতে উপস্থিত হন। আদালতের সামনে যুক্তি উপস্থাপনের পর ইমরান খানের জামিন মঞ্জুর করা হয়। সূত্র: ডন