আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন আনজাম মাসুদের পরিকল্পনা ও উপস্থাপনায় ‘আমি কথা বলতে চাই’

আনজাম মাসুদের পরিকল্পনা ও উপস্থাপনায় ‘আমি কথা বলতে চাই’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২০, ২০২৩ , ৫:১৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : এটিএন বাংলার ভিন্নধর্মী অনুষ্ঠান প্রতিযোগিতামূলক সেলিব্রেটি শো ‘আমি কথা বলতে চাই’। আগামীকাল শুক্রবার রাত ৭ টা ৫০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি। অনুষ্ঠানটির ৬ষ্ঠ পর্বে অংশ নিয়েছেন ইলেকট্রনিক মিডিয়ার দুইজন জনপ্রিয় সংবাদ ব্যাক্তিত্ব জ. ই. মামুন এবং শামসুদ্দিন হায়দার ডালিম। অতিথিদ্বয় সংবাদ ব্যাক্তিত্ব বিধায় অনুষ্ঠানটিকেও সাজানো হয়েছে সংবাদ, সংবাদ মাধ্যম ও সাংবাদিকতা কে মূল উপজীব্য করে। অংশগ্রহনকারীগণ তাদের অনেক অজানা কথা বলার পাশাপাশি বিভিন্ন সচেতনতা মূলক, তথ্যভিত্তিক ও প্রাসংগিক বিষয়ের উপর রচিত নাট্যাংশে উঠে আসা বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন।

নি:শন্দেহে তারা প্রত্যেকেই মেধাবী। তবে সবচেয়ে বেশী সঠিক উত্তর দিয়ে যারা বিজয়ী হয়েছেন অনুষ্ঠানটি দেখলেই তা জানা যাবে। বিভিন্ন সেগমেন্টের কথা বলতে এবং প্রশ্নের উত্তর দিতে যেয়ে তাঁরা কখনো আবেগ প্রবণ আবার কখনো বা নস্টালজিক হয়ে পড়েছিলেন। লিটন খন্দকারের রচনায় গবেষনালব্ধ চারটি নাটিকায় অভিনয় করেছেন শাহীন খাঁন, আশরাফ কবির, লিটন খন্দকার, বি এম আজাদ, ফাহমিদা শারমীন ফাহমি এবং নূর এ কাঞ্চন। উপস্থাপক, নির্দেশক আনজাম মাসুদের পরিকল্পনা, উপস্থাপনা ও নির্দেশনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহেদ দৌলা খাঁন তুহিন। নির্বাহী প্রযোজক তাশিক আহম্মেদ।