আনোয়ারায় ১৬ হাজার ইয়াবাসহ ২ নারী আটক
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ২:১৫ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
চট্টগ্রাম: আনোয়ারা উপজেলার গোদারঘাট ব্রিজ রায়পুর এলাকা থেকে ১৬ হাজার ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে কোস্টগার্ড পূর্ব জোনের কর্মকর্তারা।
রোববার (৫ জুন) সকালে গোপন সংবাদের গোদারঘাট ব্রিজ রায়পুর এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা পাচারকারী ছেমনা বেগম(৪০) ও জাহানারা বেগমকে (৪০) আটক করা হয়।
পরে তাদের শরীরে তল্লাশি চালিয়ে ১৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবাদ বাজার মূল্য ৮০ লাখ টাকা।
কোস্টগার্ড পূর্ব জোনের পক্ষ থেকে লে.কমান্ডার ওমর ফারুক স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।