আন্তঃদেশীয় অপরাধ দমনে সহযোগিতা বাড়াতে হবে: আইজিপি
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ৭:০৪ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, আন্তঃদেশীয় অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে। তাহলে আন্তর্জাতিক অপরাধ অনেকাংশে কমে আসবে, বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হবে।
জাতিসংঘে পুলিশ প্রধানদের সম্মেলনে তিনি একথা বলেন। রোববার বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্মেলনে আইজিপি আরও বলেন, ‘জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল ভূমিকা ও অবদান রয়েছে। জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী বিশ^শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের পেশাদার ও সাহসী অংশগ্রহণ অব্যাহত থাকবে।