আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস আন্তর্জাতিক প্রত্যাবর্তনের ম্যাচে ড্র করলো বাংলাদেশ

আন্তর্জাতিক প্রত্যাবর্তনের ম্যাচে ড্র করলো বাংলাদেশ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৩, ২০২৩ , ৮:৫৫ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে তাদের ঘরের মাঠে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা। এরপর প্রায় ৯ মাস কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ নারী ফুটবল। দীর্ঘদিন পর সেই নেপালের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামে সাবিনা-সানজিদারা। আন্তর্জাতিক প্রত্যাবর্তনের ম্যাচে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। কিছু দিন আগে বাংলাদেশ নারী দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান সাফ জয়ী কোচ গোলাম রব্বানী ছোটন। এই প্রথমবার ছোটনকে ছাড়া খেলতে নামে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই অগোছালো ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। দীর্ঘদিন পর খেলতে নামায় চিরচেনা ছন্দে খেলতে পারেনি সাবিনা-সানজিদারা। অন্যদিকে বল নিজদের দখলে রেখে খেলতে থাকে নেপাল। একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি নেপালের মেয়েরা।
অন্যদিক কিছু সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয় বাংলাদেশ। শেষ পর্যন্ত গোলশূন্য থেকে বিরতিতে যায় দু’দল।
বিরতি থেকে ফিরে কিছুটা গুছিয়ে খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের ৬৫ মিনিটে গোলের দেখা পায় বাংলাদেশ। অধিনায়ক সাবিনা গোল করে এগিয়ে দেয় বাংলাদেশকে।
অন্যদিকে গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে নেপাল। একের পর এক আক্রমণ করলেও গোল করতেন ব্যর্থ হয় তারা। তবে ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে ম্যাচে সমতায় ফেরে নেপাল। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে বাংলাদেশ।