আজকের দিন তারিখ ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// আপাতত নতুন বিধিনিষেধ আসছে না

আপাতত নতুন বিধিনিষেধ আসছে না


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৫, ২০২২ , ৫:০০ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


সিলেট প্রতিনিধি :  করোনা পরিস্থিতিতে আপাতত আর নতুন কোনো বিধিনিষেধ আরোপ করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. এবিএম খোরশীদ আলম। শনিবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিক এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, দেশে ওমিক্রন রোগীর সংখ্যা বাড়ার সময় গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করাসহ যে ৯/১০টি প্রস্তাবনা দেয়া হয়েছিল তা এখনো বলবত রয়েছে। তবে করোনা এবং ওমিক্রন কমে আসলে বিধিনিষেধ তুলে নেয়া হবে।

এ সময় স্বাস্থ্যের ডিজি ওসমানী হাসপাতালের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন ও হাসপাতালের সেবার মান বাড়াতে সংশ্লিষ্টদের বিভিন্ন পরামর্শ দেন।

তিনি বলেন, এখানে রোগীর চাপ অনেক বেশি। এজন্য ঔষধের স্টোরটাকে অন্যত্র সরিয়ে এখানে আরেকটি ফিমেল সার্জারি ওয়ার্ড করতে বলা হয়েছে। দুটি ওয়ার্ড হলে মহিলা সার্জারি রোগীদের আর কোনো সমস্যা থাকবে না বলে জানান তিনি। পরে তিনি হাসপাতালের নতুন আউটডোর ভবন পরিদর্শন ও ভবনের নির্মাণ কাজ দ্রুত শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন।