আজকের দিন তারিখ ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস আফগানদের সামনে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করালো বাংলাদেশ

আফগানদের সামনে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করালো বাংলাদেশ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৩, ২০২২ , ৫:৩৩ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : পঞ্চম উইকেট জুটিতে লিটন দাস ও আফিফ হোসেন যেভাবে ব্যাট করছিলেন, তাতে স্কোর ১৬০+ হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু তারা আউট হওয়ার পর রানের গতি কিছুটা কমে যায়। শেষ দিকে ইয়াসির আলি রাব্বি ও শেখ মেহেদী হাসানের চেষ্টায় ১৫৫ রানে থামে বাংলাদেশের ইনিংস।
২০তম ওভারের দ্বিতীয় বলে রানআউটের শিকার হওয়ার আগে ৮ রান করেন ইয়াসির। পঞ্চম বলে রানআউট হন শেখ মেহেদীও। তখন দলের স্কোর ১৫১ রান। শেষ বলে ব্যাটিংয়ে নেমে চার মারেন পেসার শরিফুল ইসলাম। এতে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে টাইগারদের স্কোর দাঁড়ায় ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান। জিততে হলে আফগানিস্তানকে করতে হবে ১৫৬ রান। তার আগে ৪৪ বলে সর্বোচ্চ ৬০ রান করেছেন লিটন দাস। তার ইনিংসটিতে ছিল ২টি ছক্কা ও ৪টি চারের মার। আফিফ হোসেন করেছেন ২৪ বলে ২৫ রান। আফগান বোলারদের মধ্যে আজমতুল্লাহ ওমরজাই ও ফজল হক ফারুকি ২টি করে এবং রশিদ খান ও কাইস আহমেদ একটি করে উইকেট নেন। বাকি দুটি রানআউট।