আজকের দিন তারিখ ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস আফগানিস্তানের ৩টি স্টেডিয়াম দখলে নিয়েছে তালেবান

আফগানিস্তানের ৩টি স্টেডিয়াম দখলে নিয়েছে তালেবান


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১৫, ২০২১ , ১১:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : তালেবান অভ্যুত্থানের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে রশিদ খানদের অংশ নেওয়া অনিশ্চিত হয়ে গেছে। আফগানিস্তানে একের পর এক এলাকা দখল করে নিচ্ছে তালেবান। কান্দাহার, গজনি দখলের পর রাজধানী কাবুল দখলে এগিয়ে যাচ্ছে তালেবান।
জানা যায়, আফগানিস্তানের ছয়টি প্রধান ক্রিকেট স্টেডিয়ামের তিনটিই ইতোমধ্যে দখল করে নিয়েছে তালেবান। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের অংশ নেওয়া নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। বিশ্বকাপের প্রস্তুতি জোরদার করতে বিভিন্ন ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল রশিদ খান-মোহাম্মদ নবিদের। কিন্তু তালেবান আগ্রাসনে বিশ্বকাপের প্রস্তুতি ব্যাহত হওয়ার তীব্র আশঙ্কা রয়েছে।