আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব আফগানিস্তানে আমরা আবারও ফিরব, বললেন মার্কিন সিনেটর

আফগানিস্তানে আমরা আবারও ফিরব, বললেন মার্কিন সিনেটর


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৬, ২০২১ , ১২:৩৪ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, তিনি বিশ্বাস করেন, ভবিষ্যতে মার্কিন সেনারা আবারও আফগানিস্তানে ফিরবে। সোমবার বিবিসির হার্ডটক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমাদেরকে আবারও যেতে হবে, কারণ (সন্ত্রাসের) হুমকি হবে বিস্তৃত।’ তালেবানরা নতুন বা সংস্কার হয়নি’ উল্লেখ করে হার্ডটক অনুষ্ঠানে লিন্ডসে গ্রাহাম বলেন, ‘তারা (তালেবান) আল কায়েদাকে নিরাপদ আশ্রয় দিতে যাচ্ছে।’ এতে বিশ্বব্যাপী আল কায়েদা হামলার ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এ সময় গ্রাহাম বলেন, ‘আমার আফগানিস্তানে আবারও ফিরবো, যেভাবে আমরা ইরাক ও সিরিয়ায় ফিরবো।’ এ সময় হার্ডটক অনুষ্ঠানের উপস্থাপক স্টিফেন সাকার জিজ্ঞেস করেন, আপনি তাহলে বুঝাতে চাচ্ছেন যে, ভবিষ্যতে আফগানিস্তানে সেনা মোতায়েন করবেন আপনারা? জবাবে রিপাবলিকান দলের এ সিনেটর বলেন, ‘আমাদেরকে এটা করতে হবে, করতেই হবে। কারণ (হামলার) হুমকি বৃহৎ আকার ধারণ করবে।’

পাঞ্জশির উপত্যকার প্রসঙ্গ টেনে মার্কিন সিনেটর বলেন, ‘দেখুন সেখানে কী অবস্থা! তালেবানরা আফগানিস্তানকে শাসন করতে পারবে না। আফগানরা তাদের ঘৃণা করে।তিনি বলেন, ‘যদি আইএস (ইসলামিক স্ট্যাট) তালেবানদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে, তাহলে কি হবে? তারা বেশ বড় হয়ে আগ্রাসন চালাবে, তখন আফগানিস্তানের শাসন ব্যবস্থা খণ্ড খণ্ড হয়ে পড়বে, যেটা পশ্চিমাদের সেখানে হামলা চালাতে উপযুক্ত পরিবেশ তৈরি করবে।