আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব আফগানিস্তানে তালেবান হামলা, নিহত ১৪

আফগানিস্তানে তালেবান হামলা, নিহত ১৪


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২৯, ২০২০ , ৩:২২ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  আফগানিস্তানে সেনা চেকপোস্টে তালেবান হামলায় নিহত হয়েছে ১৪ জন। ইকোনোমিক টাইমস, সিনহুয়ার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ঘটনাটি ঘটেছে পূর্বাঞ্চলীয় আফগানিস্তানে। হামলার পর পরই তালেবানরা পালিয়ে যায়। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কার্যালয়ের মুখপাত্র জাবিদ ফয়সাল বলেন, এখন বিক্ষিপ্ত কিছু সংঘর্ষের ঘটনা ঘটলেও ঈদুল ফিতরের মতো যুদ্ধবিরতির বিষয়টি অব্যাহত থাকবে। এসময় ঈদের আগে আটক তালেবানদের ছেড়ে দেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছে বিচ্ছিন্ন ঘটনার কারণে সেটা ব্যাহত হবে না বলেও জানান তিনি। তালেবানরা অভিযোগ করেছেন যে, আফগান সরকার বুধবার বিমান হামলা চালিয়ে নিরীহ বেসামরিক লোকদের হত্যা করেছে। কিন্তু আফগান সরকার বলেছে, বিমান হামলা চালানো হয়েছে তালেবান যোদ্ধাদের লক্ষ্য করে।