আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// আফগানিস্তানে তিন নারী সাংবাদিককে গুলি করে হত্যা

আফগানিস্তানে তিন নারী সাংবাদিককে গুলি করে হত্যা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৩, ২০২১ , ১০:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক : আফগানিস্তানে বন্দুকধারীদের হামলায় অন্তত তিন নারী সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুজন। মঙ্গলবার (২ মার্চ) দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের জালালাবাদ শহরে এ ঘটনা ঘটে। নিহত তিন জনই স্থানীয় রেডিও ও টেলিভিশনে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, কাজ শেষে বাড়ি আসার পথে আলাদা দুটি জায়গায় তাদের ওপর অতর্কিত হামলা চালায় বন্দুকধারীরা। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।

জড়িতদের ধরতে অভিযান শুরু করা হয়েছে। ওই সব এলাকাতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এ নিয়ে গত ৬ মাসে দেশটিতে অন্তত ১৫ সাংবাদিককে হত্যা করা হলো।