আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলায় ১৮ তালেবান যোদ্ধা নিহত

আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলায় ১৮ তালেবান যোদ্ধা নিহত


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৭, ২০২১ , ১২:৫৩ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক : ফের বিমান হামলায় রক্তাক্ত আফগানিস্তান। আফগানিস্তানের সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ১৮ তালেবান যোদ্ধা। দেশটির পূর্বাঞ্চলীয় নানগড়হার প্রদেশে এ হামলার ঘটনা ঘটে ।
চীনের সিনহুয়া বার্তা সংস্থা জানায়, শনিবার এক বিবৃতিতে স্থানীয় সরকার এমন তথ্য দিয়েছে। বিবৃতি বলা হয়, এ বিমান হামলা চালানো হয় নানগড়হারের পার্বত্য শেরজাদ জেলায়। নিহতদের মধ্যে প্রাদেশিক কমান্ডার খালিদসহ তালেবানের কথিত রেড ইউনিট বা স্পেশাল ফাইটার রেজিমেন্টের ১৪ সদস্য রয়েছে।
আফগান নিরাপত্তা বাহিনী তালেবানের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। তবে বিমান হামলায় নিহতের ঘটনায় এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি তালেবানের কাছ থেকে।