আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের পাহারায় তালেবান যোদ্ধারা
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১৯, ২০২১ , ২:২১ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : পাকিস্তান ও আফগানিস্তানের তোরখাম সীমান্ত নিয়ন্ত্রণে নিয়ে সেখানে পাহারা বসিয়েছেন তালেবান যোদ্ধারা। আফগানিস্তানের পুরনো পতাকা সরিয়ে তালেবানের সাদা পতাকাও টানানো হয়েছে সীমানায়। বিবিসি বাংলা জানিয়েছে, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের এই অংশ হঠাৎ করে দেখলে সব স্বাভাবিকই মনে হবে। কিন্তু তীক্ষ্ণভাবে দেখলেই বোঝা যাবে অনেক কিছু বদলে গেছে এখানে। কয়েকদিন আগে শত শত আফগান ভয়ে এই সীমান্তে আশ্রয় নিয়েছিল। দেশ ছাড়ার পথ খুঁজছিল। কিন্তু যেটা কেউ ভাবেনি, সেটাই ঘটল। আফগান পুলিশ বাহিনী তালেবান যোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করল। তবে বর্তমানে এই সীমান্তে আশ্রয়প্রার্থী আফগানের সংখ্যা কমে গেছে। কারণ তালেবান কাউকেই বের হতে দিচ্ছে না। শুধুমাত্রা ব্যবসায়ী এবং যাদের কাছে ভ্রমণের বৈধ কাগজপত্র আছে তাদের সীমান্ত পার হতে দিচ্ছে।