আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব আফগানিস্তান যুদ্ধ শেষ: পক্ষে-বিপক্ষে কংগ্রেস সদস্যরা

আফগানিস্তান যুদ্ধ শেষ: পক্ষে-বিপক্ষে কংগ্রেস সদস্যরা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৩১, ২০২১ , ১২:৫১ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রগতিশীল কংগ্রেস সদস্যরা সেনা প্রত্যাহারের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেনকে। অন্যদিকে বিরোধী রিপাবলিকান সদস্যরা সেনা প্রত্যাহারের কারণে প্রেসিডেন্ট বাইডেনের কড়া সমালোচনা করেছেন। ডেমোক্রেট দলীয় কংগ্রেসম্যান মার্ক পোকান টুইটারে লিখেছেন, যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধ অবশেষে শেষ হলো। আসুন এই ২০ বছরে আমরা যে হাজার হাজার প্রাণ হারিয়েছি তাদের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বিরতি দিই। আসুন প্রতিশ্রুতিবদ্ধ হই যুদ্ধ বন্ধের। আর কখনো যুদ্ধ নয়। রিপাবলিকান দলের আইনপ্রণেতা এবং আফগান যুদ্ধের একজন যোদ্ধা ড্যান ক্রিনশ ওয়াশিংটনের জাতীয় স্বার্থের বিরুদ্ধে গিয়ে তালেবানদের কাছে যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণ করার জন্য প্রশাসনকে দায়ী করেছেন।
রিপাবলিকান আইনপ্রণেতাদের এক সমাবেশে সোমবার তিনি বলেছেন, তারা (ডেমোক্রেট) এই স্লোগানকে ভালবাসে- আর কোনো সীমাহীন যুদ্ধ নয়। আমরা আবেগের স্লোগানের ভিত্তিতে পররাষ্ট্রনীতি গ্রহণ করেছি। এতে যুক্তরাষ্ট্রকে অধিক থেকে অধিক অনিরাপদ করে তুলেছে।