আজকের দিন তারিখ ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব আফগান শিশুদের পরিচয়পত্রে মায়েদের নাম যুক্ত

আফগান শিশুদের পরিচয়পত্রে মায়েদের নাম যুক্ত


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৯, ২০২০ , ১২:২৫ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : আফগানিস্তানে অবশেষে সন্তানের জাতীয় পরিচয় পত্রে বাবার পাশাপাশি মা হিসেবে প্রথমবারের মতো যুক্ত হতে যাচ্ছে নারীদের নাম। এ সংক্রান্ত আইনের সংশোধনীতে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি। নারীদের পরিচয়ের স্বীকৃতির দাবিতে দীর্ঘ দিন থেকে চলা আন্দোলনের জেরে ওই সংশোধনী আনা হয়। খবর বিবিসির।
এর আগে আফগানিস্তানের আইন অনুযায়ী দেশটির পরিচয়পত্রে কেবলমাত্র বাবার নাম লেখা থাকতো। ডাক্তারের চিকিৎসাপত্রে কয়েকজন নারী নিজেদের নাম ব্যবহার করায় দেশটির কয়েকজন নারীকে মারধরের ঘটনা ঘটে। এসব ঘটনার জেরে প্রায় তিন বছর আগে ‘আমার নাম কোথায়’ হ্যাশট্যাগের অধীনে একটি প্রচারণা শুরু হয়। বিশ্বজুড়ে সেলিব্রেটি আর পার্লামেন্ট সদস্যদের মধ্যে সাড়া ফেলে দেয় ওই প্রচারণা। ওই প্রচারণায় পরিচয়পত্রে বাবার পাশাপাশি মায়ের নাম প্রকাশের আহ্বান জানানো হয়।

প্রেসিডেন্ট আশরাফ ঘানি এ সংক্রান্ত আইনের সংশোধনীতে স্বাক্ষর করার পর ‘আমার নাম কোথায়’ প্রচারণার প্রতিষ্ঠাতা লালেহ ওসমানি বলেন, ‘দীর্ঘদিনের সংগ্রামের পর এমন ফলাফলে আমি অত্যন্ত আনন্দিত। কোনও সন্দেহ নেই যে সবার ঐক্যবদ্ধ অবিরাম সংগ্রামের ফসল আজকে আমাদের এই বিজয়।’ আফগান প্রেসিডেন্ট ও তার সহকারীদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।