আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন আবারও একসাথে অনুরূপ আইচ-আরফিন রুমি

আবারও একসাথে অনুরূপ আইচ-আরফিন রুমি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৯, ২০২২ , ৩:১৫ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : জনপ্রিয় গীতিকার অনুরূপ আইচের গান গেয়ে বাংলাদেশের অনেক শিল্পী তারকা খ্যাতি পেয়েছেন। তাদের মধ্যে অন্যতম একজন সংগীতশিল্পী আরফিন রুমি। সাত বছর পর অনুরূপ আইচের গান নিয়ে ঈদে হাজির হচ্ছেন আরফিন রুমি। সিডি চয়েসের ব্যানারে প্রকাশের অপেক্ষায় থাকা গানটির শিরোনাম ‘প্রেমেরই পরশ’। এ গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। তার সঙ্গে দ্বৈত গানটিতে কণ্ঠ দিয়েছেন বৃষ্টি। গানটির ভিডিও নির্মাণ করেছেন মাসুদ রানা অনিক। এ প্রসঙ্গে আরফিন রুমি বলেন, অনেক বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ভক্তরা দাবি তুলে আসছেন আমার গান লেখার গুরু অনুরূপ আইচের গান গাওয়ার। এত বছর নানা কারণে আমার গুরুর গান গাওয়া হয়নি। বাণিজ্যিক ভাবে গানে ফেরার ব্যাপারেও সিদ্ধান্ত নিতে সময় লেগেছে আমার। সিডি চয়েসকে ধন্যবাদ জানাই, তারা আমার ভক্তদের ইচ্ছা পূরণ করতে সাহায্য করেছেন। যার কারণে গানটি ঈদে প্রকাশ পেতে যাচ্ছে। এই গান প্রসঙ্গে অনুরূপ আইচ বলেন, রুমি আমার গানের রসায়ন ভালো বোঝে। তার একক ক্যারিয়ারের শুরু আমার মাধ্যমে হয়েছিল বলেই হয়ত আমাদের বোঝাপড়া ভালো। যে জন্য হয়ত বাংলা গানের একটি প্রজন্মকে এখনও মুগ্ধ করে রেখেছে আমার ও রুমির গান। আশা করি আমাদের নতুন গান নতুন করে আলোড়ন তৈরি করবে আমাদের ভক্তকুলে।