আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন আবারও ওয়েবে সাফা কবির, থাকছেন অর্ষা-ইয়াশও

আবারও ওয়েবে সাফা কবির, থাকছেন অর্ষা-ইয়াশও


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৮, ২০২১ , ১১:৩৮ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :  সকল সমালোচনা পিছনে ফেলে সময়ের সঙ্গে নিজেকে বদলে যেন ছন্দে ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। অন্যান্য অনেক অভিনয়শিল্পীদের সঙ্গে নানামাত্রিক চরিত্রে হাজির হয়ে পাল্লা দিয়ে অভিনয় করছেন এবং হচ্ছেন প্রশংসিত। একের পর এক ওয়েবে যুক্ত হচ্ছেন। কিছুদিন আগেই শেষ করলেন হইচইয়ের ওয়েব সিরিজ ‘বলি’র কাজ। সেটি শেষ না হতেই আবারও নতুন এক ওয়েবে যুক্ত হচ্ছেন ‘চিরকাল’ খ্যাত এ তারকা। নতুন এই ওয়েব ফিল্মটির নাম ‘কুহেলিকা’। এটি নির্মিত হচ্ছে ভারতের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম জি-ফাইভের জন্য। ফিল্মটি নির্মাণ করছেন বিজ্ঞাপন নির্মাতা সামিউর রহমান। সাফা কবির ছাড়াও এখানে আরও অভিনয় করছেন লাক্সতারকা নাজিয়া হক অর্ষা, ইয়াশ রোহান, সাফায়েত মনসুর রানা, এলিনা শাম্মী প্রমুখ।

আজ রোববার ঢাকার অদূরে মুন্সিগঞ্জে শুরু হয়েছে ফিল্মটির শুটিং। আজকে থেকে শুটিংয়ে অংশ নিয়েছেন অর্ষা, সাফায়েত, এলিনা প্রমুখ। আগামী ১৯ অক্টোবর থেকে অংশ নেবেন সাফা, ইয়াশরা। চলবে এ মাসের শেষ পর্যন্ত। মুন্সিগঞ্জ ছাড়াও ঢাকা ও ঢাকার বাইরে বেশ কিছু লোকেশনে এর চিত্রায়ন হবে বলে জানান নির্মাতা। নির্মাতা সামিউর রহমান বাংলাদেশ জার্নালকে বলেন, ‘এখন পর্যন্ত ফিল্মটির নাম ‘কুহেলিকা’ রাখা হয়েছে, তবে এটি পরিবর্তন হতে পারে। ‘কুহেলিকা’ হচ্ছে নারীপ্রধান গল্প। পরিবারের চোখে একটি মেয়ে কেমন, কিংবা সমাজ মেয়েদেরকে কিভাবে দেখে; এরকম একটা কনসেপ্টে গল্পটি ধারণ করা হবে। এটা একটা ক্রাইম থ্রিলার।’

তিনি আরও বলেন, ‘আমি অনেক বিজ্ঞাপন নির্মাণ করলেও এটিই হতে যাচ্ছে আমার প্রথম কোনো ফিকশন বা ফিল্ম। বিজ্ঞাপনে কাজ করার প্যাটার্ন আর ফিল্মের প্যাটার্ন কিন্তু অনেকটাই ভিন্ন, আমি চেষ্টা করছি একটা সুন্দর ও ভালো কন্টেন্ট তৈরি করার। বাকিটা দর্শকরা দেখার পরই যাচাই করুক।’

সাফা কবির বলেন, ‘আমি ভীষণ লাকি যে খুব ভালো ভালো কিছু কাজ করতে পারছি। লাস্ট যে কাজটা (বলি) করেছি সেটাও খুবই চমৎকার, নতুন এই ‘কুহেলিকা’ ফিল্মটির গল্পও অসাধারণ। ওটিটির জন্য বেশ ভালো ভালো প্রস্তাব পাচ্ছি। জি-ফাইভের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। এর জন্যও অনেক ভালো লাগছে। আমি ১৯ অক্টোবর থেকে শুটিংয়ে অংশ নেবো।’