আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস আবারও কোহলিকে টপকে গেলেন বাবর

আবারও কোহলিকে টপকে গেলেন বাবর


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৬, ২০২১ , ২:২৯ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ সময় পার করছেন বাবর আজম। একদিনের ক্রিকেটের শীর্ষস্থান থেকে বিরাট কোহলিকে সরানোর পর এবার অন্য একটি বিভাগেও তিনি টপকে গেলেন ভারত অধিনায়ককে।
টি-টোয়েন্টি আন্তর্জাতিকে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ২০০০ রান করলেন বাবর। ৫২ ইনিংস নিলেন তিনি। এতদিন প্রথম স্থানে ছিলেন কোহলি। তিনি নিয়েছিলেন ৫৬ ইনিংস। তবে জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেই কোহলিকে টপকে গেলেন বাবর। তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। তিনি ২০০০ রান করতে নিয়েছিলেন ৬২টি ইনিংস। টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের তালিকাতেও কোহলির থেকে এগিয়ে বাবর। কোহলি যেখানে রয়েছেন পঞ্চম স্থানে, সেখানে কিছুদিন আগেই বাবর উঠে এসেছেন দ্বিতীয় স্থানে।