আজকের দিন তারিখ ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন আবারও জুটি বাঁধছেন রণবীর-আলিয়া

আবারও জুটি বাঁধছেন রণবীর-আলিয়া


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১, ২০২১ , ১:১৭ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  রোমান্টিক গল্পে আবারও জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন রণবীর সিং ও আলিয়া ভাট। করণ জোহর পরিচালিত এই সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি এখনো। এই পরিচালকের সর্বশেষ সিনেমা ছিল ‘এই দিল হে মুশকিল’, এতে রণবীর কাপুর, আনুশকা শর্মা ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে দেখা যায়। এরপর তিনি নেটফ্লিক্সের ‘লাস্ট স্টোরিস’ এবং ‘গোস্ট স্টোরিস’ নির্মাণ করেন।

এবার তার নাম ঠিক না হওয়া নতুন সিনেমাটির মাধ্যমে করণের সঙ্গে প্রথম কাজ করবেন রণবীর। আর আলিয়ার সঙ্গে পুনরায় জুটি হবেন তিনি। এর আগে ‘গালি বয়’ সিনেমায় রণবীর-আলিয়াকে জুটি বেঁধে অভিনয় করতে দেখা যায়। নতুন সিনেমাটি প্রযোজনা করবে করণের ধর্মা প্রডাকশনস। তবে সিনেমাটির বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

বলিউডের প্রভাবশালী প্রযোজক করণ জোহর ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। এর আগে, তিনি ‘তখত’ নামের আরেকটি সিনেমার ঘোষণা দিয়েছিলেন। এতে অনিল কাপুর, রণবীর সিং, করিনা কাপুর খান, ভিকি কৌশল, আলিয়া ভাট, ভূমি পেড়নেকর ও জাহ্নবী কাপুরের অভিনয় করার কথা। কিন্তু সিনেমাটির কাজ আপাতত থমকে আছে।