আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন আবারও থাকছেন শ্রাবণ্য তৌহিদা

আবারও থাকছেন শ্রাবণ্য তৌহিদা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৬, ২০২১ , ২:৩৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  আবারও ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ টেলিভিশন শো’-য়ের সঞ্চালনায় হাজির হচ্ছেন জনপ্রিয় উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা। গাজী টেলিভিশনের ‘ক্রিকেট এক্সট্রা’র এবারের আয়োজনে প্রি ম্যাচ এবং পোস্ট ম্যাচ শো-তে একটু ভিন্নভাবেই দেখা দেবেন তিনি। এছাড়াও তিনি এখন আইপিএল নিয়ে একটি শো উপস্থাপনা করছেন।

শ্রাবণ্য তৌহিদা বলেন, ‘খুবই ভালো লাগছে আবারও বিশ্বকাপ নিয়ে সঞ্চালনা করতে যাচ্ছি। এখন আইপিএল নিয়ে ব্যস্ত রয়েছি। আগামীকাল থেকে টি-২০ বিশ্বকাপ নিয়ে ব্যস্ত থাকবো। খেলার ৩০ মিনিট আগে প্রি-ম্যাচ শো এবং খেলা শেষে পোস্ট ম্যাচ শো করবো। খেলা চলাকালীন প্রতিদিনই এই শো হবে। আমি ছাড়াও আরও বিভিন্ন সময়ে সেগুলো সঞ্চালনা করবেন মৌসুমী মৌ, নীল হুরেরজাহান।’

তিনি আরও বলেন, ‘আমি সবসময় উপস্থাপনা করতেই বেশি পছন্দ করি, আর সেটা যদি হয় খেলাধুলা তাহলে তো আরও বেশি উপভোগ করি। সুন্দর আয়োজনে এবারের অনুষ্ঠানগুলো বেশ চমকপ্রদ হবে বলেই আশা করছি।’