আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব আবারও সক্রিয় আইএস, আতঙ্কে ইরাক

আবারও সক্রিয় আইএস, আতঙ্কে ইরাক


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২, ২০২১ , ২:২৭ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : ইরাকে আবারো সক্রিয় হয়ে উঠছে জঙ্গিগোষ্ঠী আইএস। দেশটির রাজধানী বাগদাদে পরপর দুটি বড় ধরনের আত্মঘাতী হামলার পর এবার কুর্দি-অধ্যুষিত কিরকুকে হামলা চালিয়েছে জঙ্গিগোষ্ঠীটি। স্থানীয় সময় শনিবার (১ মে) মেশমারগা বাহিনীকে লক্ষ্য করে একের পর এক বিস্ফোরণ ঘটনায় আইএস। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর শিনহুয়ার।

কর্তৃপক্ষ জানায়, কিরকুকের আলতুন কুপরি শহরের বাইরে মেশমারগা বাহিনীর তল্লাশি চৌকি লক্ষ্য করে হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় আইএস জঙ্গিদের সঙ্গে ৪৫ মিনিটের বেশি গোলাগুলি চলে।

তবে আইএসের মর্টার, মেশিনগান ও ভারী অস্ত্রের কাছে টিকতে পারেনি কুর্দি বাহিনী। ইরাকে প্রায় বিলীন হয়ে যাওয়া আইএসের কাছে কীভাবে এত আধুনিক অস্ত্র পৌঁছাল, তা নিয়ে চিন্তায় পড়েছে ইরাকি বাহিনী।