আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড আবারো মেসির সমালোচনায় ম্যারাডোনা

আবারো মেসির সমালোচনায় ম্যারাডোনা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ৬:০৬ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


5কাগজ অনলাইন ডেস্ক: আগে যা হয়নি, সাম্প্রতিক সময়ে তাই ঘটে চলেছে। একই দেশের দুই তারকা ফুটবলারের ঠেলাঠেলি। ম্যারাডোনা বনাম মেসি। সঙ্গে আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলে। কয়েকদিন আগে মেসির ব্যক্তিত্ব নেই বলে পেলের সঙ্গে আলোচনা করে ম্যারাডোনা জন্ম দিয়েছিলেন গরম ইস্যু। পাশাপাশি মেসির অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সেই আলোচনা শেষ হতে না হতে আবারোও মেসিকে নিয়ে কথা তুলেছেন ম্যারাডোনা। এবার অবশ্য সঙ্গে আছে মূল্যবান পরামর্শও।

কয়েকদিন আগে পেলের সঙ্গে কথাবার্তার এক পর্যায়ে মেসিকে নিয়ে ম্যারাডোনা বলেছিলেন, ‘আসলে তার ব্যক্তিত্ব-বোধ নেই। লিডার হিসাবেও অনেক ঘাটতি রয়েছে’।

এমন বক্তব্যের পর ঝড় উঠে সোস্যাল মিডিয়ায়। মেসি অবশ্য মুখে কিছু বলেননি। যা করেছেন মাঠে, পায়ের মাধ্যমেই। কোপা আমেরিকা ফুটবলে পানামার বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে নেমে করেন দুর্দান্ত হ্যাটট্রিক। আবার সতীর্থকে দিয়ে করান একটি গোলও। অনেকের মতে, মেসির এই পারফরম্যান্স তুখোড় জবাব হিসাবে কাজ করেছে ম্যারাডোনা জন্য।

কিন্তু ম্যারাডোনা আছেন তার লাইনেই। না হলে একই কথা কেন বলবেন তিনি। আবার তিনি বলেছেন, আর্জেন্টিনার জন্য যোগ্য অধিনায়ক মেসি নন। তবে তিনি এও দাবি করেছেন, এটা সমালোচনা নয় বরং পারফরম্যান্সের প্রতিচ্ছবি।

ম্যারাডোনা বলেন, ‘আমি এখনও তাই মনে করি (মেসি প্রসঙ্গে) যা পেলেকে বলেছিলাম। তবে আমি এটাকে সমালোচনার দৃষ্টিতে দেখব না। এটা তেমন নয়।’

তিনি আরও বলেন, ‘মেসিকে তারা লিডার হিসাবে চাচ্ছে কিন্তু কথা হলো নেতারা একাই তৈরি হয়, বানাতে হয় না।’ ম্যারাডানা বিশ্বাস করেন, অধিনায়কত্বই মেসিকে আরও ম্লান করছে আর্জেন্টিনার জার্সি গায়ে।

সর্বশেষে মেসির জন্য পরামর্শও দিয়েছেন ম্যারাডোনা। সেটা অবশ্য আর্জেন্টিনার টিম ম্যানেজম্যান্টকে উদ্দেশ্য করেই। তিনি বলেছেন, ‘আপনি যদি প্রত্যাশা করেন মেসি ডান পা দিয়ে খেলবে, তাহলে সে খুবই বাজে খেলবে। আপনার উচিত তাকে তার মতো খেলতে দেয়া’।