আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন আবার ঝড় তুলছেন জ্যাকলিন ফার্নান্দেজ

আবার ঝড় তুলছেন জ্যাকলিন ফার্নান্দেজ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৩, ২০২০ , ৬:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : কিছুদিন আগে বলিউডেরর্ যাপার বাদশার গান ‘গেন্দা ফুল’ দিয়ে আলোচনায় আসেন জ্যাকলিন ফার্নান্দেজ। সেই গানের ভিডিও প্রকাশের পর থেকেই শ্রীলংকান এই বলিউড সুন্দরীকে সবাই ‘বড় লোকের বেটি’ বলে ডাকছেন। শাড়িতে বাঙালি নারীর সাজে সবার মন ভরিয়েছেন তিনি। এবার জ্যাকলিন হাজির হলেন সিরিয়াল কিলার চরিত্রে। স্বামীর খুনের বদলা নিতে যিনি একের পর এক খুন করে চলেছেন। করোনার জন্য সবরকম সিনেমার হল বন্ধ। তাই ঘরে বসে অনলাইন স্ট্রিমিংই এখন ভরসা সবার। সেই বিষয়টি মাথায় রেখেই নেটফ্লিক্স মুক্তি দিচ্ছে একের পর এক সিনেমা, সিরিজ। এবার সেখানে মুক্তি পেয়েছে ‘মিসেস সিরিয়াল কিলার’। এখানেই সিরিয়াল কিলার চরিত্রে দেখা যাবে জ্যাকলিনকে। এরইমধ্যে সিরিয়ালটির ট্রেলার বেশ প্রশংসা কুড়াচ্ছে। জ্যাকলিনের অনবদ্য অভিনয়ও বেশ আলোড়ন তুলেছে। সবমিলিয়ে আরও একটা ঝড় তোলার অপেক্ষায় রয়েছেন জ্যাকলিন। সিরিয়ালে দেখা যাবে জ্যাকুলনের স্বামী চরিত্রে আছেন মনোজ বাজপেয়ী। আর মোহিত রায়নাকে দেখা যাবে পুলিশ অফিসারের ভূমিকায়। এ ছবির পরিচালনা করছেন শিরিষ কুন্দর। এর গল্পে দেখা যাবে মনোজ বাজপেয়ীর বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি সিরিয়াল কিলার। মেয়েদের খুন করে বেড়ান। সেই কারণে জেল হয় তার। তখন তার স্ত্রী জ্যাকলিন এগিয়ে আসেন। একের পর এক অপরাধ করে বেড়ান স্বামীকে দায়মুক্ত করতে।