আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় আবেদন করেনি পৌনে ২ লাখ শিক্ষার্থী

আবেদন করেনি পৌনে ২ লাখ শিক্ষার্থী


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০১৬ , ৪:৩৮ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


Boardকাগজ অনলাইন প্রতিবেদক: চলতি বছর মাধ্যমিকে উত্তীর্ণদের মধ্যে ১৩ লাখ ১ হাজার ৯৯ শিক্ষার্থী কলেজগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করেছেন। কিন্তু আবেদনের শেষ সময় পর্যন্ত পৌনে দুই লাখ শিক্ষার্থী ভর্তির আবেদনই জমা দেননি।

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মনজুরুল কবীর এ তথ্য জানান।

ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিটে কলেজ ভর্তির আবেদন জমা নেওয়ার সময় শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ওই সময়ের মধ্যে ছয় হাজার শিক্ষার্থী টাকা দিলেও আবেদন করেননি। তাদের জন্য বিশেষ বিবেচনায় আবেদন জমা নেওয়ার সময় শুক্রবার সকাল ১০টা পর্যন্ত বাড়ানো হয়।

মনজুরুল বলেন, শুক্রবার সকাল ১০টার মধ্যে যারা টাকা জমা দেবে, তাদের আবেদন জমা দেওয়ার জন্য বেলা ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়। পরবর্তীতে আরো দু’দফা সময় বাড়িয়ে ৩টা এবং সর্বশেষ সাড়ে ৩টা পর্যন্ত করা হয়।

কিন্তু তারপরও এক লাখ ৭২ হাজার ৪৯৫ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেনি। বোর্ডের তথ্য অনুযায়ী, আবেদনকৃত ১৩ লাখ ১ হাজার ৯৯ শিক্ষার্থীর মধ্যে অনলাইনে আবেদন করেছেন ৯ লাখ ৩৭ হাজার ৯৪৭ জন এবং মোবাইলে আবেদন করেছেন ৪ লাখ ৫ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী।

তবে আবেদন করা থেকে বাদ পড়া শিক্ষার্থীদের বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত জানায়নি বোর্ড কর্তৃপক্ষ। পরবর্তীতে এ বিষয়ে জানানো হবে বলে জানান বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মনজুরুল কবীর।

তিনি জানান, প্রত্যেক শিক্ষার্থী এবার গড়ে পাঁচটি করে কলেজে আবেদন করেছেন।

প্রসঙ্গত, এবার মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ১৪ লাখ ৭৩ হাজার ৫৯৪ জন পাস করে।

টেলিটক মোবাইলের মাধ্যমে এসএমএসে আবেদন ফি জমা দিয়ে ইন্টারনেট অথবা এসএমএস করে শিক্ষার্থীদের একাদশে ভর্তির আবেদন করতে হয়েছে। এবার কলেজে ভর্তিতে অনলাইনের মাধ্যমে সর্বোচ্চ ১০টি এবং এসএমএসের মাধ্যমে আরো ১০টিসহ মোট ২০টি কলেজে আবেদনের সুযোগ ছিল।

একজন আবেদনকারী যতগুলো কলেজকে তার পছন্দক্রমে রাখছেন, সার্ভারে ততটি আবেদন হিসাব করা হচ্ছে। একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণের প্রথম দিন ২৬ মে শুরুর কয়েক ঘণ্টা টেলিটকের মাধ্যমে এসএমএসে ফি জমা দিতে বিড়ম্বনায় পড়েন শিক্ষার্থীরা। অবশ্য পরে আর জটিলতার অভিযোগ পাওয়া যায়নি।

গত বছর আবেদন জমা দিতে কোনো সমস্যা না হলেও মেধা তালিকা প্রকাশ করতে গিয়ে সার্ভার জটিলতা দেখা দেয়। এতে নির্ধারিত সময়ের তিন দিন পর শিক্ষার্থীরা ওই তালিকা দেখার সুযোগ পান।

আন্তঃবোর্ড সমন্বয় সাব-কমিটি জানিয়েছে, আগামী ১৬ জুন কলেজে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

আসনের বিপরীতে নির্বাচিত তালিকা থেকে ১৮ থেকে ২২জুন শিক্ষার্থী ভর্তি করা হবে। অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি ২৩ থেকে ৩০ জুন। ১০ থেকে ২০ জুলাই বিলম্ব ফি দিয়ে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা।

চলতি শিক্ষাবর্ষে কলেজে ক্লাস শুরু হবে ১০ ‍জুলাই থেকে।