আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি আমরা কঠিন সময় পার করছি: তোফায়েল আহমেদ

আমরা কঠিন সময় পার করছি: তোফায়েল আহমেদ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৮, ২০২১ , ২:৩৬ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


ভোলা প্রতিনিধি : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আমরা অতি কঠিন সময় পার করছি। এ সময় স্বাস্থ্যবিধি মানা না হলে বড় ক্ষতি হয়ে যাবে। করোনা আক্রান্ত সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে স্বাস্থ্যবিধি না মেনে কারো উপায় নেই। লকডাউনের সময় সবাইকে ঘরে থেকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান তিনি। গত বুধবার দুপুরে ভোলার আলীনগর ও উত্তর দিঘলদী ইউনিয়নে লকডাউন মানা ও সবাইকে সকর্তকরণে জেলা প্রশাসনের অভিযানকালে এলাকাবাসীদের উদ্দেশে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপকে বাস্তবধর্মী উল্লেখ করেন, তা মানার জন্যও অনুরোধ জানান সবাইকে। এ সময় উপস্থিত থাকার পাশাপাশি বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. তৌফিক ইলাহী চৌধুরী, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, উপজেলা চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, ইউপি চেয়ারম্যান মো. বশির আহম্মদ, ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন মনসুর প্রমুখ।