আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ‘আমারও ভয় লাগে’

‘আমারও ভয় লাগে’


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৮, ২০২০ , ৬:২৬ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : ঠাণ্ডা মাথায় শত্রূ-বধ করা তার স্বভাবজাত অভ্যাস। এ জন্য তাকে বলা হয় ক্যাপ্টেনকুল। যে কোনো কঠিন পরিস্থিতিতে মস্তিষ্ক শীতল রাখতে পারেন মহেন্দ্র সিং ধোনি। তবে স্বীকার করলেন, তিনিও চাপ অনুভব করেন, তারও ভয় লাগে। খেলাসংশ্লিষ্টদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছেন ভারতের সাবেক ক্রিকেটার এস বদ্রিনাথ। ইতিমধ্যে এমফর নামে একটি অলাভজনক উদ্যোগ শুরু করেছেন তিনি। যেখানে মাইন্ড কন্ডিশনিং প্রোগ্রাম করানো হবে। এর আগে ধোনির সঙ্গে মনের স্বাস্থ্য নিয়ে কথা বলে এমফর। সেই কথোপকথনের প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে তারা। এতে ধোনি বলেন, সাধারণত আমাদের দেশে কারও মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বললে লোকে ভাবে সে অস্বাভাবিক। এটি বড় ফ্যাক্ট। মানসিক চাপ প্রসঙ্গে তিনি বলেন, আমি ব্যাটিংয়ে নামার পর প্রথম ৫-১০টি ডেলিভারি খেলতে আমার হৃদস্পন্দন বেড়ে যায়। ওই সময়টায় আমি চাপে পড়ে যাই। আমারও ভয় করে। পরিস্থিতির সঙ্গে খাপখাইয়ে নেয়ার জন্য এটি সবার হয়। সর্বকালের অন্যতম সেরা ভারতীয় অধিনায়ক বলেন, এটি খুবই ছোট সমস্যা। কিন্তু অনেকে এ নিয়ে কোচের সঙ্গে কথা বলতে ইতস্তত বোধ করে। তাই আমি মনে করি, গুরু-শিষ্যের সম্পর্কটা মজবুত হওয়া অতীব জররি।