আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ‘আমার হৃদয় ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছিল’

‘আমার হৃদয় ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছিল’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২৭, ২০২৩ , ৫:৩৭ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :   সালমান খান অভিনীত আলোচিত সিনেমা ‘ওয়ান্টেড’। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন আয়েশা তাকিয়া। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমা বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। মজার ব্যাপার হলো, সিনেমাটিতে অভিনয়ের জন্য প্রথমে অমৃতা রাওকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সিনেমাটিতে অভিনয় করতে পারেননি তিনি। কী কারণে অমৃতা রাও এমন সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছিলেন? এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিস্ময়কর তথ্য জানিয়েছেন অমৃতা।

অমৃতার এই প্রশ্ন শুনে ওই ব্যক্তি বলেন— ‘অবশ্যই আপনাকে এ কাজের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি আপনার ম্যানেজারকে ডেকেছিলাম। কিন্তু তিনি বলেছিলেন, ওই সময়ে আপনার শিডিউল মেলানো কোনোভাবেই সম্ভব নয়।’

এসব শোনার পর অমৃতা রাও বলেন, ‘আমার হৃদয় ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছিল। আমি ভেঙে পড়েছিলাম। এত বড় একটি প্রস্তাব এসেছিল কিন্তু সে আমাকে জানায়নি। আমি যদি জানতাম অবশ্যই কাজটি করতাম। আমার প্রাক্তন ম্যানেজার আমার ওপর প্রতিশোধ নিয়েছিল।’