আজকের দিন তারিখ ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব আমিরাতে ৪৯ তলা ভবনে আগুন, আহত ১২

আমিরাতে ৪৯ তলা ভবনে আগুন, আহত ১২


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৬, ২০২০ , ৯:৩০ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে এক বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। দমকল কর্মীরা ইতিমধ্যে শারজাহর ওই আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদ খালিজ টাইমস। শারজাহর সিভিল ডিফেন্সের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম খালিজ টাইমস জানায়, শহরের আল নাহদা এলাকার ৪৯ তলা বিশিষ্ট অ্যাবকো টাওয়ারে মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ৪ মিনিটের দিকে আগুন ধরে যায়। পরে দ্রুত আগুন গোটা ভবনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে শত শত দমকল কর্মী। তারা শতাধিক মেশিন দিয়ে আগুন লাগা ভবনটিতে পানি ছিটাতে শুরু করে। তারা এই কাজে ড্রোনও ব্যবহার করেছে বলে জানা গেছে। ফলে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। দমকল কর্মীরা রাত ১১টা ৫৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। তবে এতে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন বলে জানা যায়। এদের মধ্যে সাতজনকে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ছেড়ে দেয়া হয়েছে। বাকি পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া এই অগ্নিকাণ্ডে বেশ কিছু যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে। শারজাহর সিভিল ডিফেন্সের মহা-পরিচালক কর্নেল সামি আল নাকবি বলেন, দমকল কর্মীদের তড়িৎ ব্যবস্থা গ্রহণের কারণেই অগ্নিকাণ্ডে বড় কোনও ক্ষতি হয়নি। তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি আশপাশের কমপক্ষে পাঁচটি বহুতল ভবনগুলো থেকে লোকজনকে সরিয়ে আনে। তাৎক্ষণিকভাবে এই অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে ভবনটির ১১ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে পরে আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ২০০৬ সালে নির্মিত এই আকাশচুম্বী ভবনের ৩৬ তলা পর্যন্ত আবাসিক এবং প্রতিটি তলায় ১২টি করে ফ্ল্যাট রয়েছে।