আমি বিশ্রাম নেব না, তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে চান মোদি
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৪, ২০২২ , ৩:০৪ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : বয়স হয়ে গেছে। এই অজুহাত দেখিয়ে লালকৃষ্ণ আদবানি থেকে মুরলীমনোহর যোশিসহ দলের প্রবীণ নেতাদের রাজনীতির বানপ্রস্থে পাঠিয়েছেন তিনি। অথচ ‘আপনি আচরি ধর্ম পরেরে শিখাও’ এই আপ্তবাক্য নিজের ক্ষেত্রে মানতে নারাজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেখানে দল ও সরকারে নতুন প্রজন্মকে তুলে আনার বার্তা দেয়া হচ্ছে সেখানে নরেন্দ্র মোদি ২০২৪ সালের লোকসভা নির্বাচন জিতে এলেও প্রধানমন্ত্রীর আসন ছেড়ে দিতে নারাজ।
ভারতের প্রধানমন্ত্রী নানা সভা-সমাবেশে বলে থাকেন, আমার পদের কোনো লোভ নেই। যে কোনো সময় কাঁধে ঝোলা নিয়ে বেরিয়ে পড়বো। কিন্তু দেখা যাচ্ছে, কথার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। এবার তিনি বুঝিয়ে দিলেন, ২০২৪ সালেও তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে অবসর নিচ্ছেন না। নিজের অভিজ্ঞতা বর্ণনার আড়ালে দল এবং যোগী আদিত্যনাথকেও বার্তা দিলেন তিনি। তৃতীয়বার প্রধানমন্ত্রী পদের দৌঁড় থেকে সরে যাওয়ার কোনো পরিকল্পনা মোদির নেই। খবর হিন্দুস্তান টাইমসের।
আগামী ২০২৪ সালে প্রধানমন্ত্রীর বয়স হবে ৭৩ বছর। আর দেখা যাচ্ছে, কেন্দ্র ও রাজ্য বিভিন্ন সিনিয়র, প্রবীণ বিজেপি নেতাকে প্রত্যক্ষ রাজনীতি থেকে সন্ন্যাস দেয়া হয়েছে। কেউ চলে গিয়েছেন বানপ্রস্থে। কেউ রাজ্যপাল হয়েছেন। সেখানে মোদি নিজেই বার্তা দিলেন, ২০২৪ সালে বিজেপি জয়ী হলে প্রধানমন্ত্রী হবেন তিনিই। অর্থাৎ ২০২৯ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর পদে থাকবেন। তখন তার বয়স হবে ৭৮ বছর! স্বাধীন ভারতে তিনবার টানা প্রধানমন্ত্রী হয়েছেন একমাত্র জওহর লাল নেহরু।