আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন আমি যদি মরি, সবাইকে নিয়ে মরব’

আমি যদি মরি, সবাইকে নিয়ে মরব’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১৪, ২০২৩ , ৫:২৯ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : কলকাতার অভিনেত্রী পায়েল ঘোষ। মি-টু মুভমেন্টের সময়ে লাইমলাইটে ছিলেন তিনি। বিশেষ করে পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধেযৌন হেনস্তার অভিযোগ তুলে খবরের শিরোনাম হন। ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে এই নায়িকা। বিস্ময়কর বিষয় হলো, এবার সোশ্যাল মিডিয়ায় সাইসাইড নোট লিখে আলোচনায় তিনি।   সুইসাইড নোটে পায়েল ঘোষ লিখেছেন— ‘আমি পায়েল ঘোষ। আমি যদি মারা যাই বা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাই তাহলে কে দায়ী হবে?’

হুঁশিয়ারি উচ্চারণ করে পায়েল ঘোষ লিখেন, ‘আমি কিন্তু সুশান্ত সিং রাজপুত নই, আমি পায়েল ঘোষ। আমি যদি মরি, সবাইকে নিয়ে মরব।’

অভিনেত্রী পায়েল ঘোষের এই পোস্ট দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এ পোস্টের মানে খোঁজার চেষ্টা করছেন নেটিজেনরা। পাশাপাশি অভিনেত্রী পায়েলকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্তরা। তবে কেন তিনি এই পোস্ট দিয়েছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।