আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি আরও পাঁচ মামলায় ব্যারিস্টার রফিকুলের জামিন

আরও পাঁচ মামলায় ব্যারিস্টার রফিকুলের জামিন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০১৬ , ১২:৪৮ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


Rofiqsmকাগজ অনলাইন প্রতিবেদক: নাশকতার আরও পাঁচ মামলায় বিএনপির বিদায়ী স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

জামিন পাওয়া পাঁচটি মামলা রাজধানীর পল্টন, মতিঝিল, মিরপুর, পল্লবী ও যাত্রাবাড়ী থানার। ব্যারিস্টার রফিকুল মোট ২৮টি নাশকতার মামলার আসামি। এ নিয়ে ২৭টি মামলায় জামিন পেলেন তিনি।

বৃহস্পতিবার (০৯ জুন) শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান খান ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ। এর আগে গত ৩১ মে আরও সাত মামলায় তার জামিন মঞ্জুর করেন একই হাইকোর্ট বেঞ্চ।

আদালতে ব্যারিস্টার রফিকুলের জামিনের আবেদনের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী। বাকি একটি মামলায় জামিন পেলে তার মুক্তিতে বাধা থাকবে না বলে জানান এই আইনজীবী।

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বর্তমানে কারাগারে অছেন। গত ১৬ মে দুপুরে নাশকতার দশ মামলায় তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান ঢাকার সিএমএম আদালত।

ওইদিন আত্মসমর্পণ করে নাশকতার ১৪ মামলায় জামিনের আবেদন জানান ব্যারিস্টার রফিকুল। বিভিন্ন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চার মামলায় জামিন মঞ্জুর ও বাকি দশ মামলায় নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন, মতিঝিল, মিরপুর, পল্লবী ও যাত্রাবাড়ী থানায় মোট ২৮টি মামলা দায়ের করা হয় ব্যারিস্টার রফিকুলের বিরুদ্ধে।