আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব আরও মামলায় ইমরানের জামিন

আরও মামলায় ইমরানের জামিন


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: মে ১৩, ২০২৩ , ১০:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধানের জন্য আরও একটি স্বস্তির খবর। আরও কয়েকটি মামলাতেও আদালত তার জামিন দিয়েছেন। খবর আল জাজিরা। গেল মঙ্গলবার (৯ মে) আল কাদির ট্রাস্ট মামলায় গ্রেপ্তার হন ইমরান খান। এরপর তার বিরুদ্ধে তিনটি নতুন মামলা দায়ের হয়। খানের আইনজীবীরা আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন, সব মামলায় যেন তাকে জামিন দেওয়া হয়।

মঙ্গলবার গ্রেপ্তারের পর বুধবার বিশেষ এক আদালত ইমরানের আটদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরদিন ইমরানের গ্রেপ্তারের বৈধতা নিয়ে আদালতে শুনানি হয়। শুনানিতে প্রধান বিচারপতি ইমরানের গ্রেপ্তারকে বেআইনি বলে তাকে শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে হাজির হওয়ার আদেশ দেন। শুক্রবার হাইকোর্টে শুনানি শেষে দুই সদস্যের সমন্বয়ে গঠিত বেঞ্চ আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরানের দুই সপ্তাহের জামিন দেন।