আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অন্যান্য আরডিজেএডির নতুন কমিটি: সভাপতি মুজিব, সম্পাদক দীপক

আরডিজেএডির নতুন কমিটি: সভাপতি মুজিব, সম্পাদক দীপক


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৪, ২০২১ , ৩:৩২ অপরাহ্ণ | বিভাগ: অন্যান্য


দিনের শেষে প্রতিবেদক : রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভার দ্বিতীয় অধিবেশন এই নতুন পরিষদ গঠন করা হয়। মুজিবুর রহমান চৌধুরীকে (বাংলাদেশ প্রতিদিন) সভাপতি, দীপক দেবকে (আলোকিত বাংলাদেশ) সাধারণ সম্পাদক এবং রেজাউল করিম শামীমকে (ভোরের কাগজ) সাংগঠনিক সম্পাদক করে রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএডি) ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। নবগঠিত নির্বাহী পরিষদের অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি তৈমুর ফারুক তুষার, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক মারিয়া সালাম, দপ্তর সম্পাদক সফিউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোরমা আকতার, প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক ইসহাক আসিফ, সংস্কৃতি ও কল্যাণ সম্পাদক জাহিদুর রহমান, নির্বাহী সদস্য সাজ্জাদ আলম খান তপু, মাহমুদন্নবী চঞ্চল, রিয়াজ উদ্দিন ও নিয়ন মতিয়ুল। এর আগে, আরডিজেএডির সভাপতি খাইরুজ্জামান কামালের সভাপতিত্বে সাধারণ সভার প্রথম অধিবেশন প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সাংসদ ফজলে হোসেন বাদশা, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক (ডিইউজে) সাজ্জাদ আলম খান তপু।
সভার দ্বিতীয় অধিবেশন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান চৌধুরী প্রস্তাবিত কমিটির নাম ঘোষণা করেন এবং উপস্থিত সদস্যরা করতালির মাধ্যমে তাতে সমর্থন জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক মোঃ কামাল হোসেনসহ রাজশাহী বিভাগের আট জেলার ঢাকায় কর্মরত শতাধিক সাংবাদিক।