আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি আরেকটি আজ্ঞাবহ কমিশন গঠনে কাজ করছে সার্চ কমিটি : রিজভী

আরেকটি আজ্ঞাবহ কমিশন গঠনে কাজ করছে সার্চ কমিটি : রিজভী


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৫, ২০২২ , ৫:০৬ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে প্রতিবেদক :  বিদায়ী কমিশনের মতোই ‘সরকারের আজ্ঞাবহ’ আরেকটি কমিশন গঠনে সার্চ কমিটি কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয়তাবাদী প্রজন্ম ৭১’ এর এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। সার্চ কমিটিতে ৩২২ জনের নাম আসা এবং অনেকে নিজেই নিজের না দেওয়ার ঘটনাকে ‘আবেগীপনা’ উল্লেখ করে রিজভী বলেন, ‘এরা যদি নির্বাচন কমিশনে আসে তাহলে দেশের গণতন্ত্রের যে কী পরিণতি হবে, ভোটের কী পরিণতি হবে, নির্বাচনের কী পরিণতি হবে, এটা আমরা সকলেই বুঝতে পারি। এই সার্চ কমিটি হুদা (কেএম নূরুল হুদা) কমিশনের চাইতেও বড় কোনো বেহুদা কমিশন বানানোর জন্য সর্বান্তকরণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

সার্চ কমিটির প্রতি অনস্থা প্রাকাশ করে রিজভী বলেন, ‘আমি আবারো বলছি- গতবার সার্চ কমিটি যেমন একজন হুদাকে (কে এম নূরুল হুদা) বের করেছে, এবারের সার্চ কমিটি আরেও কোনো বড় হুদাকে খুঁজে বের করবে। সেজন্য এই অবৈধ সার্চ কমিটি এবং তাদের প্রস্তাবিত যে নির্বাচন কমিশন হবে, তাকে আমরা আগেই প্রত্যাখান করছি। কারণ অবৈধ সরকারের সকল কর্মকাণ্ড অবৈধ, এর সাথে জনগণের কোনো সম্পর্ক নেই’।

সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘কে আমাদেরকে দেখলো, কে দেখলো না সেটা বিচার করলে হবে না। একবার নেমে এই সরকারকে ধাক্কা মেরে এর পতন নিশ্চিত করে নির্দলীয়-নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে তার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করে একটা সুষ্ঠু-স্বচ্ছ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’

সংগঠনের সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, খোন্দকার আবদুল হামিদ ডাবলু, ওলামা দলের মাওলানা শাহ মো. নেছারুল হক তাঁতী দলের কাজী মনিরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।