আরো এক এমপি করোনায় সংক্রমিত
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৬, ২০২০ , ৬:১৯ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
দিনের শেষে ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে করোনা পজিটিভের ফলাফল পরিবারের কাছে আসে। পারিবারিক সূত্রে জানা যায়, গত ২২ জুন সংসদের ৯০ জন সংসদ সদস্যদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হলে চাঁপাইনবাবগঞ্জ-৩৩৮ সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসির করোনা পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানের তিনি সংসদ ভবনের ন্যাম ভবনে অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন। পরিবারের অন্য সদস্যদের করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। তারা হোম আইসোলেশনে রয়েছেন।