আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় আরো ৪ সুপারশপকে জরিমানা

আরো ৪ সুপারশপকে জরিমানা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০১৬ , ১০:০১ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


21কাগজ অনলাইন প্রতিবেদক: ভোগ্যপণ্য ও কাঁচা তরিতরকারিতে দাম বেশি রাখা পচা মাছ-মাংস সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে আরো ৪ সুপারশপকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এর আগে সকালে আগোরা সুপারশপকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

শুক্রবার দিনভর এসব অভিযানে পৃথকভাবে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান, ফোরকান এলাহী অনুপম, আনিসুল ইসলাম ও সাব্বির রহমান।

জরিমানা করা সুপারশপগুলো হচ্ছে, ষোলশহর এলাকার মীনাবাজার, গোলপাহাড় মোড়ের স্বপ্ন, খুলশী এলাকার দি গ্রোসার ও খুলশী মার্ট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান বাংলামেইলকে বলেন, ‘পচা-বাসি মাছ-মাংস সংরক্ষন ও কাঁচা তরিতরকারিতে দাম বেশি রাখার দায়ে ‘দি গ্রোসার্স’ সুপার-শপকে ১ লাখ টাকা, মীনাবাজারে খোলা চিনি বিক্রি হচ্ছে ৬৮ টাকায়, অথচ পাইকারিতে তা ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া গরুর মাংসের দাম ছিল ৬৫০ টাকা, যা মাত্রাতিরিক্ত। তাই মীনাবাজারকে ১ লাখ টাকা। ৭৮ টাকার ছোলা ১০৫ টাকায় এবং ৫০ টাকার চিনি ৬৮ টাকায় বিক্রি করায় গোলপাহাড় এলাকার স্বপ্ন সুপার-শপকে ১ লাখ টাকা। এখানে কাঁচামরিচের দাম ছিল ৬৫ টাকা। খুলশী মার্টে ছোলা ১০৫, বেগুন ৫৫, চিনি ৬৫, রসুন ২৩০ ও টমেটো ৬৫ টাকায় বিক্রি হচ্ছিল। যা স্বাভাবিকের চাইতে অনেক বেশি। তাই প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

একই কারণে নগরীর ফ্রিপোর্ট ও ফইল্যাতলী বাজারে পৃথক অভিযানে ১২টি প্রতিষ্ঠানকে মোট এক লাখ সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। নির্ধারিত পাইকারি মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় ফ্রিপোর্ট বাজারের একটি আড়ত থেকে ২৮৫ কেজি সবজি জব্দ করা হয়। এছাড়া বিবিরহাট আতুরার ডিপো এলাকায় মূল্যতালিকা না টাঙানোয় ১৩টি প্রতিষ্ঠানকে মোট ৪১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।