আজকের দিন তারিখ ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস আর্জেন্টিনায় হচ্ছে না কোপা আমেরিকা

আর্জেন্টিনায় হচ্ছে না কোপা আমেরিকা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৩১, ২০২১ , ১২:৪৩ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : আশঙ্কা সত্যি হলো। আর্জেন্টিনায় হচ্ছে না কোপা আমেরিকার এবারের আসর। দেশটিতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় কনমেবল এ সিদ্ধান্ত নিয়েছে।
টুর্নামেন্টটি আয়োজন করার বিকল্প দেশের সন্ধান করছে কনমেবল। তবে এত অল্প সময়ের মধ্যে নতুন আয়োজক খুঁজে পাওয়াও দুষ্কর। ফলে ঘোরতর অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল আসরটি।
করোনায় বিধ্বস্ত আর্জেন্টিনা। কিছুদিন আগেই দেশটির রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেজ লকডাউনের ঘোষণা দেন। বাতিল হয়েছিল ঘরোয়া লীগের সব খেলা। সেইসময় থেকেই কোপা আয়োজন ঘিরে প্রশ্ন উঠতে শুরু করে। টুর্নামেন্ট শুরু হতে আর বাকি মাত্র দুই সপ্তাহ।
এমন অবস্থায় আয়োজক দেশ ছাড়া সংশয় দেখা দিয়েছে কোপার ভবিষ্যত ঘিরে। চিলি, ভেনিজুয়েলাসহ একাধিক দেশ সমস্যা সমাধানে আগেই টুর্নামেন্ট আয়োজনের আগ্রহ দেখিয়েছিল। কলম্বিয়ার ব্লু রেডিও’র দাবি, আমেরিকায়ও হতে পারে আসরটি।
কনমেবল এক বিবৃতিতে এ প্রসঙ্গে জানায়, ‘কনমেবল বাকি যেসব দেশ টুর্নামেন্ট আয়োজনের আগ্রহ দেখিয়েছিল, সেব্যাপারে আমরা বিবেচনা করব। শীঘ্রই বিষয়টি নিয়ে সবাইকে অবগত করানো হবে।’ গত বছর করোনা মহামারি আকার ধারণ করলে স্থগিত করা হয় কোপা আমেরিকা। পিছিয়ে এ বছরের জুনে নিয়ে আসা হয়। প্রথমে এটি আর্জেন্টিনা ও কলম্বিয়ার যৌথ আয়োজনের কথা ছিল। কিন্তু ২০শে দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে আয়োজক হতে অনাগ্রহ প্রকাশ করে কলম্বিয়া। সেময় কলম্বিয়ায় হতে যাওয়া ১৫টি ম্যাচও আর্জেন্টিনায় আয়োজনের ব্যাপারে আলোচনা চলছিল।