আজকের দিন তারিখ ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// আলটিমেটাম দিয়ে সড়ক থেকে সরে গেল শিক্ষার্থীরা

আলটিমেটাম দিয়ে সড়ক থেকে সরে গেল শিক্ষার্থীরা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৩, ২০২১ , ৫:২৫ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :  বাসে হাফ পাসের দাবি পূরণে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে রাজধানীর সায়েন্সল্যাব থেকে সরে গেছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে শুরু হওয়া আজকের সমাবেশ শেষ হয় বেলা দেড়টার দিকে। টানা কয়েক দিনের মতো আজও গণপরিবহনের হাফ পাসের দাবিতে শিক্ষার্থীরা রাজধানীর রাস্তায় নামে। রাজধানীর সায়েন্স ল্যাব, নীলক্ষেত ও চার রাস্তার মোড়ে শিক্ষার্থীরা জড়ো হয়। ‘হাফ পাস আমার অধিকার, নয় কোনো আবদার’ সায়েন্স ল্যাবরেটরিতে এ স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।

বেলা পৌনে একটার দিকে চার রাস্তার মোড়ে আইডিয়াল, সিটি ও ঢাকা কলেজের পোশাক পরে ছাত্ররা রাস্তায় নামে। সায়েন্সল্যাব মোড়ে গুলিস্তান-ধামরাই রুটে যাতায়াতকারী তৌহিদ নামের একটি বাসকে আটকে দেয় ছাত্ররা। এ সময় ৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানা হলে আবার তারা মাঠে নামবে বলে সায়েন্সল্যাব মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান। আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের এই ন্যায্য দাবির পাশে সরকার ও প্রশাসনকে চাই।

শিক্ষার্থীদের অবরোধের কারণে আজ নিউমার্কেট সড়কের দুই পাশে ব্যাপক যানজট তৈরি হয়। গণপরিবহন বন্ধ হয়ে যায়। হাজার হাজার মানুষ বাস থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যস্থলে যাওয়া শুরু করে।