আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ আলমডাঙ্গায় ভাইয়ের পিটুনিতে আহত ব্যক্তির মৃত্যু

আলমডাঙ্গায় ভাইয়ের পিটুনিতে আহত ব্যক্তির মৃত্যু


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ১২:৪২ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Chuadangচুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জহুরুলনগর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাইয়ের পিটুনিতে আহত খাইবার আলী (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জুন) ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা থেকে ঢাকা নেওয়ার পথে টাঙ্গাইলে তার মৃত্যু হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মেহেদী রাসেল জানান, শনিবার পারিবারিক জমি নিয়ে খাইবার ও তার ভাই চাঁদমিয়ার মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে চাঁদমিয়া ক্ষুদ্ধ হয়ে খাইবারকে পিটিয়ে গুরুতর আহত করেন। এ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হারদী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।