আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস আলোচনায় ওয়ার্নারের টেস্ট ক্যারিয়ার, স্ত্রীর পোস্টে বাড়ল জল্পনা

আলোচনায় ওয়ার্নারের টেস্ট ক্যারিয়ার, স্ত্রীর পোস্টে বাড়ল জল্পনা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১১, ২০২৩ , ১২:১৩ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : টেস্টে ডেভিড ওয়ার্নারের ভবিষৎ কয়েকদিন ধরেই প্রশ্নের মুখে। অ্যাশেজের প্রথম তিন টেস্টে রান না পাওয়ায় দলে জায়গা ধরে রাখা নিয়েও সংশয় রয়েছে। লিডস টেস্টের পর ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিস ইনস্টাগ্রামে একটি মেসেজ পোস্ট করেন। সেখানেই তিনি অজি তারকার টেস্ট ক্যারিয়ার শেষের ইঙ্গিত দেন।
অ্যাশেজের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো নিয়ে কিছু বলেননি ওয়ার্নার। কিন্তু তার স্ত্রীর পোস্ট থেকে তেমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। ইনস্টাগ্রামে তিন মেয়ে এবং ওয়ার্নারের সঙ্গে ছবি পোস্ট করে ক্যান্ডিস বলেন, টেস্ট ক্রিকেটের জন্য ট্যুর করার এক যুগ শেষের পথে। সময়টা দারুণ কেটেছে। আমাদের মেয়েরা বরাবরই তোমার সবচেয়ে বড় সাপোর্টার। ভালবাসা রইল।
পরিবারের ছবি পোস্ট করে এমনই লেখেন ডেভিড ওয়ার্নারের স্ত্রী। লিডস টেস্টের পর ওয়ার্নারের ম্যাঞ্চেস্টার টেস্টে সুযোগ পাওয়া নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেন প্যাট কামিন্স। তিনি জানান, দলে ফিরতে পারেন ক্যামেরুন গ্রিন। হেডিংলেতে শতরান করায় পরের টেস্টে মিচেল মার্শের জায়গা পাকা। সেক্ষেত্রে গ্রিনকে দলে ফেরানো হলে, জায়গা হারাবেন ওয়ার্নার।