আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন আলোচনায় ডি জে শাহরিয়ারের ‘রসের হতা’

আলোচনায় ডি জে শাহরিয়ারের ‘রসের হতা’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৮, ২০২৩ , ৪:৩২ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :  কন্ঠশিল্পী পারভেজকে নিয়ে ‘আজ পাশা’ গানের সঙ্গীত পরিচালনা করে আলোচনায় আসেন সঙ্গীত পরিচালক ডি জে শাহরিয়ার। এরপর আরো কয়েকটি গান প্রকাশ করে ব্যাপক প্রশংসা অর্জন করেন তরুণ এই সঙ্গীত পরিচালক। তার মিউজিক করা ‘বরিশালের লঞ্চে উইঠা লইবো ক্যাবিন রুম’ গানটিও এখন সবার মুখে মুখে। এই গানটিও ভাইরাল হয়ে যায় টিকটকসহ সোস্যাল মিডিয়ায়। তারই ধারাবাহিকতায় আবারও নতুন গান নিয়ে আসলেন ডি জে শাহরিয়ার। এবারের গানের শিরোনাম ‘ রসের হতা’। চট্টগ্রামের আঞ্চলিক ভাষার এই গানটি গেয়েছেন কন্ঠশিল্পী রাত্রি। গানটির মিউজিক করার পাশাপাশি র‌্যাপও গেয়েছেন শাহরিয়ার। গানটি প্রকাশ হয়েছে তার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘ডি জে শাহরিয়ার’ থেকে। এই গানটি নিয়েও বেশ আশাবাদী তিনি। শাহরিয়ার বলেন, আমি প্রতিটি কাজই চেষ্টা করি সময় এবং মেধা দিয়ে করার। চেষ্টা করি; গানের কথা এবং মিউজিকে বৈচিত্র আনতে। আমার বিশ^াস এবারের গানটিও সবার ভালো লাগবে। সামনেও আমার আরও বেশ কয়েকটি গানের কাজ চলছে। ইচ্ছে আছে নতুন বছরেও শ্রোতাদের ভিন্ন ভিন্ন স্বাদের গান উপহার দেয়ার।