আজকের দিন তারিখ ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন আল্লু অর্জুনকে ছাড়াই ‘পুষ্পা টু’ সিনেমার শুটিং শুরু

আল্লু অর্জুনকে ছাড়াই ‘পুষ্পা টু’ সিনেমার শুটিং শুরু


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২২, ২০২২ , ২:২৭ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : চলতি বছরের বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। গত ডিসেম্বরের শেষের দিকে মুক্তি পায় সুকুমার পরিচালিত এ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বাজিমাত করেছে; পাশাপাশি দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে এই সিনেমা। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। সিনেমাটির দ্বিতীয় পার্টে জুটি বাঁধতে যাচ্ছেন তারা। অনেক দিন ধরেই গুঞ্জন উড়ছে, খুব শিগগির সিনেমাটির শুটিং শুরু হবে। অপেক্ষার অবসান ঘটিয়ে মহরতের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো ‘পুষ্পা’ টিম।

মহরত অনুষ্ঠানের বেশ কিছু স্থিরচিত্র ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। তাতে আল্লু অর্জুনকে দেখা যায়নি। এ নিয়ে শুরু হয় নতুন আলোচনা। সবার প্রশ্ন-মহরত অনুষ্ঠানে কেন নেই আল্লু অর্জুন? পিংকভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না আল্লু অর্জুন। কারণ এই আইকন স্টার বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ভারত দিবস উদযাপনের জন্য স্ত্রীকে নিয়ে নিউ ইর্য়কে গিয়েছেন তিনি।

গত ১৭ ডিসেম্বর মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’। সিনেমাটি পরিচালনা করেছেন সুকুমার। এর সংগীতায়োজনে ছিলেন দেবী শ্রী প্রসাদ। বক্স অফিসে ৩০০ কোটি রুপির বেশি আয় করেছে এটি।