আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন আল আমিন খানের সুর-সংগীতে মনির খান-সালমার নতুন গান

আল আমিন খানের সুর-সংগীতে মনির খান-সালমার নতুন গান


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৩, ২০২৩ , ৪:০০ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : সঙ্গীতপরিচালক ও সুরকার আল আমিন খানের সুর-সংগীতে নতুন একটি গান গাইলেন কন্ঠশিল্পী মনির খান ও সালমা। ‘আতা গাছে তোতা পাখি’ শিরোনামের গানটির কথা লিখেছেন প্রসেনজিৎ মণ্ডল। প্রকাশ হবে ‘ডিপি মিউজিক স্টেশন’ থেকে। এরই মধ্যে গানের মিউজিক ভিডিও নির্মাণ হয়েছ। ভিডিওটি নির্মাণ করেছেন-হাবিবুর রহমান। মডেল ছিলেন-শুভ্র মেহরাজ ও আনফি সিনহা। এমনটাই জানালেন আল আমিন খান। দিনের শেষেকে বললেন- এর আগেও মনির খান ভাইয়ের সাথে আমার অনেক কাজ করা হয়েছে। প্রতিটি কাজই শ্রেুাতা প্রিয়তা পেয়েছে।

এবারের গানটিও বেশ চমৎকার। আমি বরবারই চেষ্টা করি মিউজিকে ভিন্নতা রাখতে। এবারের গানটিতে আমি আমার মতো করে চেষ্টা করেছি। আশা করছি; শ্রেুাতাদের ভালো লাগবে। এর আগেও ‘সব লাশের হয়না মাটি’, ‘সরল প্রেম’, ‘মন নিয়ে খেলা,’ ‘মা জননী’, ‘পাষাণ’, মন, ‘ঝড়ে ঝড়ে সাধের পিরিত’, ‘দেখলে বউয়ের মায়া মুখ’ ‘বুলবুলি’, ‘তাহারে ভুলিতে আমার কত আয়োজন’সহ আরো বেশ কয়েকটি গান শ্রেুাতাপ্রিয়তা পায়।