আল জাজিরার রিপোর্ট জাতিসংঘ তদন্ত করতে চাইলে বাংলাদেশের আপত্তি নেই
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৬, ২০২১ , ২:৩৯ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////
দিনের শেষে প্রতিবেদক : আল জাজিরার রিপোর্ট সম্পর্কে জাতিসংঘ যদি তদন্ত করতে চায় তাহলে বাংলাদেশের কোন আপত্তি থাকবে না। আজ ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আল জাজিরার রিপোর্টটি ভুল তথ্যে ভরা। আর সেই রিপোর্ট নিয়ে জাতিসংঘ যদি তদন্ত করতে চায় তাহলে আমাদের কোন আপত্তি থাকবে না। উল্লেখ্য, আল জাজিরা ‘প্রাইম মিনিস্টারস ম্যান’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন পয়লা ফেব্রুয়ারি তাদের চ্যানেলে প্রচার করে। পরে তাদের প্রিন্ট সংস্করণেরও এটি প্রকাশিত হয়। রিপোর্টটি নিয়ে ইতিমধ্যেই সর্বত্র ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।