আশুগঞ্জে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থদের সংঘর্ষে আহত ১০
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ৪:৪৬ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি
বাহ্মণবাড়িয়া: বাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
শনিবার (০৪ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে ইউনিয়নের সোহাগপুর গ্রামের বিওসিঘাট বালুর মাঠ এলাকায় এ সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্র জানায়, কেন্দ্র দখলকে কেন্দ্র করে বিকেলে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সালাউদ্দিন ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন কমান্ডারের শতাধিক সমর্থক রামদা, বল্লম ও দেশি অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।