আশুলিয়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ১১:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: আশুলিয়ায় পারিবারিক কলহের জের ধরে অটোরিকশা চালক স্বামী সাদ্দাম হোসেনের ছুরিকাঘাতে স্ত্রী মৌসুমি বেগম (২২) নামে এক গৃহবধূর খুন হয়েছেন।
এ ঘটনার পর থেকেই সাদ্দাম পলাতক রয়েছেন। নিহত মৌসুমী সাউর্দান কারখানার শ্রমিক ছিলেন।
সোমবার (০৬ জুন) রাত পৌনে ১১টার দিকে আশুলিয়ার দূর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মৌসুমি নওগাঁ জেলার মান্দা থানার বইলশিং গ্রামের ফজলুর রহমানের মেয়ে। তিনি আশুলিয়ার দূর্গাপুর এলাকার স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল শরিফ জানান, মৌসুমে তার মায়ের সঙ্গে স্থানীয় একটি বাজারে যাওয়ার পথে সাদ্দাম হোসেন পিছন থেকে তাকে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই ওই গৃহবধূর মৃত্যু হয়।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।